প্রযুক্তির ডেস্কঃ Pixel 3 আর Pixel 3 XL ফোনের সাথেই নিউ ইয়র্কে এক ইভেন্টে লঞ্চ হয়েছে Pixel Slate ট্যাবলেট। তিন বছর পরে বাজারে নতুন ট্যাবলেট লঞ্চ করল Google। Pixel Slate এর প্রধান আকর্ষন ডিটাচেবেল কি-বোর্ড। Chrome OS অপারেটিং সিস্টেমে চলবে নতুন Pixel Slate। Google জানিয়েছে একবার চার্জ করে 10 ঘন্টা ব্যবহার করা যাবে নতুন Google Pixel Slate। এর সাথেই থাকছে ফ্রন্ট ফেসিং স্টেরিও স্পিকার টাচস্ক্রিন স্মার্ট ডিসপ্লে। pixelbook Pen সাপোর্ট করবে নতুন Pixel Slate। Chrome OS এর Play Store থেকে এই ট্যাবলেতে শোব Android অ্যাপ ব্যবহার করা যাবে।
শুধুমাত্র মিডনাইট ব্লু রঙে পাওয়া যাবে Pixel Slate। Pixel Slate এর দাম 599 মার্কিন ডলার (প্রায় 44,400 টাকা)। এই ট্যাবলেটের সাথে মার্কিন দুনিয়ায় তিন মাসের Youtube TV সাবস্ক্রিপশান বিনামূল্যে পাওয়া যাবে। এর সাথে কি-বোর্ড কিনতে খরচ হবে অতিরিক্ত 199 মার্কিন ডলার (প্রায় 14,700 টাকা) আর Pixelbook Pen কিনতে খরচ হবে অতিরিক্ত 99 মার্কিন ডলার (প্রায় 7,300 টাকা)। আপাতত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও কানাডায় বিক্রি শুরু হবে এই ডিভাইস।
Pixel Slate এ রয়েছে একটি 12.3 ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি 293 ppi। ট্যাবলেটের ভিতরে রয়েছে অষ্টম জেনারেশানের Intel Core m3, Core i5, i7 অথবা Celeron প্রসেসার, সাথে রয়েছে 4GB, 8GB, 16GB RAM। 32GB, 64GB, 128GB আর 256GB স্টরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন Pixel Slate।
Pixel Slate এর ভিতরে রয়েছে একটি 8MP ফ্রন্ট ও একটি 8MP রিয়ার ক্যামেরা। এই ক্যামেরার পিক্সেল সাইজ 1.4 মাইক্রন। কোম্পানির দাবি এক চার্জে 10 ঘন্টা ব্যবহার করা যাবে নতুন Pixel Slate। কানেক্টিভিটর জন্য Pixel Slate এ রয়েছে দুটি USB-C পোর্ট, Wi-Fi 802.11 a/b/g/n/ac, কি-বোর্ড কানেক্টিভিটি পিন, Bluetooth v। 4.2। Pixel Slate এর ওজন 721 গ্রাম।