ন্যাশনাল ডেস্ক : মহান একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে জাতির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সেখানে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এর পর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।
১২.০৪ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা শ্রদ্ধা জানান। এর পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পন করেন প্রধানমন্ত্রী।
তিন বাহিনীর প্রধানের পর শহীদদের বেদিতে শ্রদ্ধা জানান বিদেশী কূটনীতিক ও মিশন প্রধানরা।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ নাম না জানা শহীদদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা।