তরমুজ খেতে পছন্দ করেন না, এমন লোক খুঁজে পাওয়া খুবই কঠিন? বাজারে লাল টকটকে তরমুজ চোখে পড়লেই কিনে নেন? কিন্তু তাই বলে এই তরমুজ প্রেম লাখ টাকা পর্যন্ত পৌঁছবে, তা বলা মুশকিল। এমন কিছু ঘটলে সেটা অবশ্যই অবিশ্বাস্য বলতে হবে।
কিন্তু জাপানে এমন ঘটনাই ঘটে গেল। দেশটির এক ব্যক্তি ১৯ লাখ ৮১ হাজার ১৬ টাকা ব্যয় করেছেন শুধু একজোড়া তরমুজের জন্য!
কী ভাবছেন? এই পরিমাণ টাকা হাতে পেলে আপনি কী কী করতেন মনে মনে তার একটা তালিকা বানিয়ে নিচ্ছেন নিশ্চয়। শুধুমাত্র তরমুজ-প্রীতি থেকেই অবশ্য জাপানের ওই ব্যক্তি এত টাকা ব্যয় করেননি। এর পিছনে রয়েছে অন্য কারণ।
জানা গিয়েছে, মৌসুমী ফল কেনা জাপানে একটা সম্মানের বিষয়। কে কত দামি ফল কিনছেন, তার ওপর নির্ভর করে তার মান-সম্মান। প্রতি বছরই সিজনাল ফলের নিলাম হয় তাই।
শনিবার সেই নিলামেই একজোড়া তরমুজের দাম ওঠে ১৯ লাখ ৮১ হাজার ১৬ টাকা। এক ব্যক্তি ওই ফল কিনে নিয়ে রেকর্ড করেছেন।
গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ দামে বিক্রি হয়েছে এই ফলটি। ২০১৬ সালে নিলামে এর দাম উঠেছিল ১৮ লাখ ৫৭ হাজার ২০ টাকা।-খবর আনন্দবাজারপত্রিকার।