ফয়জুল হক বাবু : “মা” একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে “মা” সমাবেশ প্রধান অতিথিরর বক্তব্যে এমনটি বলেন মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পের প্রকল্প পরিচালক শরীফ মোর্তজা মামুন।
এসময় তিনি আরও বলেন, ইসলামের নামে জঙ্গিবাদে উৎসাহিত করতে বিভিন্ন সংগঠন কাজ করছে। তাই প্রাথমিক পর্যায়ের কোমলমতি শিশুদের ব্যাপারে প্রত্যেক অভিভাবকদের বিশেষ করে মা’দের সতর্ক থাকতে হবে। পড়ালেখাসহ তাদের বিকাশের দিকে বিশেষ নজর রাখতে হবে।
আজ সোমবার বেলা ১১.৩০ মিনিটে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও কর্তব্য পালনে মায়ের গুরুত্ব বোঝাতে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে প্রায় পাঁচশতাধিক মায়ের উপস্থিতিতে এ “মা সমাবেশের” আয়োজন করা হয়।
আলিপুর মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে “মা সমাবেশে” বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রকল্প পরিচালক মোঃ ফরিদ আহমেদ, বিকাশ লিমিটেডের ডিজিএম মোহাম্মদ শফিকুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকার, বিকাশের সাতক্ষীরা এজেন্ট মোঃ ফারুক হোসেন, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে শিক্ষক মোঃ ফয়জুল হক, মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।