অল্প কিছুদিন আগে উন্মোচিত হয়েছে এইচটিসির নতুন ফ্ল্যাগশিপ ইউ১২ প্লাস, তার ওপর জনমত জরিপ চালিয়েছে জিএসএমএরিনা।
নতুন ফোনটি কেনার ইচ্ছে আছে এমন অপশনে বেশিরভাগ ভোট পড়লেও, ফোনটি কিনতে আগ্রহী নন এমন মানুষের সংখ্যাও কম নয়।
এখন পর্যন্ত ভোট পড়েছে আট হাজারেরও বেশি। ভোট দিয়েছেন দক্ষিণ ও পূর্ব এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও ইউরোপের জনগণ। তাদের মধ্যে ৫৭ শতাংশ ভোট দিয়েছেন কেনার পক্ষে, কিন্তু ৪৩ শতাংশ বলেছেন ফোনটি কেনার ব্যাপারে তারা উৎসাহী নন। প্রায় অর্ধেক ভোট এইচটিসির বিপক্ষে গেছে, যা তাদের জন্য বড় ধরনের চিন্তার বিষয় বটে।
টানা মন্দার মধ্যেই আছে এইচটিসির মোবাইল ব্যবসা। বার বার এভাবে লস দেয়ার কারণে মোবাইলের মডেল সংখ্যাও তারা কমিয়ে দিয়েছে। যেখানে অ্যান্ড্রয়েডের শুরুতে এইচটিসির জনপ্রিয়তা ছিল তুঙ্গে সেখানে আজ এইচটিসি কেউ কেনার কথা ভাবেন না।
এভাবে চলতে থাকলে আগামী বছরই মোবাইল বাজার থেকে বিদায় নিতে পারে এইচটিসি।