উপর মহলে অভিযোগ কেশবপুরে সন্ত্রাসী তৎপরতার লিপ্ত নুরুল আমিন গং

19

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে অপরাধমূলক কর্মকান্ড করে বেড়ানো টিটাবাজিতপুর গ্রামের নুরুল আমিন সরদার ও তার সহযোগীদের আটকসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় আবুল কাশেম বাদী হয়ে জেলা প্রশাসক ও সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেলের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, এলাকায় জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ অপরাধমূলক কর্মকান্ড উপজেলার টিটাবাজিতপুর গ্রামের নুরুল আমিন সরদার চালিয়ে বেড়াচ্ছে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তার সহযোগী হিসেবে রয়েছে ওই এলাকার রুহুল আমিন, রিয়াদুল ইসলাম, মোসলেম সরদার, তরিকুল ইসলামসহ আরো কয়েকজন। নুরুল আমিন গংদের সন্ত্রাসী কর্মকান্ডে বাধা প্রদান করায় বৃহস্পতিবার হাসানপুর মাদ্রাসার সামনে টিটাবাজিপুর গ্রামের মৃত বারিক সরদারের ছেলে আবুল কাশেমকে উল্লেখিত সন্ত্রাসীরা তাকেসহ তার পরিবারের সদস্যদের খুন জখম সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। এসময় সন্ত্রাসীরা আবুল কাশেমকে গতিরোধ করে মারপিট করতে উদ্দ্যত হলে এলাকাবাসীদের সহায়তার তিনি রক্ষা পান। পরিবার নিয়ে বর্তমানে আবুল কাশেম আতঙ্কের মধ্যে বসবাস করছেন। জীবন বাঁচাতে স্থানীয়দের সহায়তায় তার বাড়িতে রাত্রীকালীন ডিউটির ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। এবিষয়ে ভুক্তভোগী আবুল কাশেম যশোরের জেলা প্রশাসক ও সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেলের নিকট লিখিত অভিযোগ করেছেন।

নুরুল আমিন নিকট এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।

এ ব্যাপারে মনিরামপুর সার্কেল সহকারী পুলিশ সুপার রাকিব হাসান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।