উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ফাইনাল অনুষ্ঠিত

290

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ বৃহস্পতিবার বেলা ১০ টায় উপজেলা মিলণায়তনে এ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। উপজেলার ২৫টি মাধ্যমিক স্কুল ও ৬টি দাখিল মাদ্রাসার ৩জন করে শিক্ষার্থীকে নিয়ে দলীয় ভাবে ১ম ও ২য় বাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা গত ৩ মার্চ সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়, সন্ধা হওয়ার কারণে বৃহস্পতিবার বেলা ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে অংশগ্রহণের দিন নিধারন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য এর পক্ষে এবং বিপক্ষে ফাইনালে নলতা মাধ্যামিক বিদ্যালয় ও ভদ্রখালি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতার অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফাইনাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।

এসময় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাস বাচ্চু, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো প্রধান আশেক মেহেদী, বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক সাব্বির আহমেদ, মানববাধিকার উন্নয়ন কমিশনের কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ ওহিদুর রহমান প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ১ম স্থান অধিকার করে নলতা মাধ্যমিক বিদ্যালয় ও ২য় স্থান অধিকার করে ভদ্রখালি মাধ্যমিক বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতা শ্রেষ্ঠ বক্তা হয় ভদ্রখালি মাধ্যমিক বিদ্যালয়ে দলনেতা আবু রায়হান।