উপজেলা নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

12
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

 সাতক্ষীরা সদর প্রতিনিধিঃ আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ  বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরের টাউন বাজারস্থ জেলা পার্টির অস্থায়ী কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি মো. নরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু,

সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সরদার আব্দুল মুজিদ, সদস্য সচিব আনোয়ার জাহিদ তপন, সদস্য শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবু সাদেক, শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, কালিগজ্ঞ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দিন, আশাশুনি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আজাদ হোসেন টুটুল, দেবহাটা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, মহিলা সম্পাদিকা সাফিয়া খাতুন, কলারোয়া পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামছুর রহমান,

জেলা ছাত্র সমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, যুগ্ম সম্পাদক আলম আল রাজি রাজ, কোষাধ্যক্ষ মনজুরুল ইসলাম মিলন, ছাত্র নেতা শামীম, পাভেল, রুমি, মাসুদ রানা মনা, আশরাফুজ্জামান রকি, জেলা যুব সংহতির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক শেখ সাখাওয়াতুল করিম (পিটুল), কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ প্রজন্ম পার্টির যুগ্ম সম্পাদক এ.বি.এম রাজিবুল্লাহ রাজু, জেলা যুব সংহতির আহবায়ক আশিকুর রহমান বাপ্পি, সদস্য সচিব মো. আবু তাহের,

সদর যুব সংহতির আহবায়ক বদরুজ্জামান বদু, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, পৌর যুব সংহতির আহবায়ক জাকির হোসেন বনি, সদস্য সচিব শাহিন প্রমুখ। আসন্ন উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির ৭টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান একক প্রার্থী চুড়ান্ত করা হয়েছে।

এছাড়াও দলীয় সাংগঠনিক বিষয়ে বিভিন্ন আলোচনা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।