উন্নয়ন আশাশুনি শাখার পক্ষে সদস্যদের মাঝে মাস্ক বিতরণ

155
উন্নয়ন সংস্থার পক্ষে  সদস্যদের মাঝে মাস্ক বিতরণ করছেন আশাশুনি শাখার শাখা ব্যবস্থাপক মো. ঈদ্রীস আলী। ছবি - লাল সবুজের কথা।

নিজস্ব প্রতিনিধি : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর আর্থিক ও কারিগরী সহযোগিতায়, আর্থ সামাজিক প্রতিষ্ঠান “উন্নয়ন” আশাশুনিতে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় রবিবার (২৫ জুলাই) সকালে উন্নয়ন-এর পক্ষ থেকে প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক এবং সাতক্ষীরা অঞ্চলের এরিয়া ম্যানেজার (এএম) মো. জহুরুল ইসলামের দিক-নির্দেশনায় আশাশুনি সদরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন লিফট কর্মসূচির মৎস্য কর্মকর্তা মো. তানভীর রেজা প্রমুখ।

এসময় সদস্যরা সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। একইসাথে এরকম মানবিক কাজগুলো যাতে আরো বেশি বেশি করতে পারে তারজন্য দোয়া করেন।