ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

10
মোস্তাফিজুর রহমান সেলিম
ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ৯টার দিকে রূপপুর বিবিসি বাজার সংলগ্ন নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
আহত অবস্থায় সেলিমকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় রাত পৌনে ১০টার দিকে তাকে রাজশাহীতে স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু ঈশ্বরদী ছাড়ার আগেই তিনি মারা যান।

তার পিঠে ও বুকে দুটি গুলি লেগেছে বলে ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। তিনি প্রতিদিনের মতো বাইরের কাজ শেষে বাড়ি ফিরছিলেন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পাকশী এলাকায় শোকের ছায়া নেমে আসে। দলের বহু নেতাকর্মী ও সাধারণ মানুষ মোস্তাফিজুর রহমান সেলিমের বাসভবনের সামনে ভিড় করেন। তবে কে বা কারা তাকে গুলি করেছে তা এখনও জানা যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, মোটরসাইকেলযোগে দুইজন এসে গুলি করে পালিয়ে যায়। ঘটনার কারণ উদঘাটন ও তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। তার সাথে কারো পূর্ব শত্রুতা ছিল কিনা তা উদঘাটনে বিশেষ টিম কাজ শুরু করেছে।