ঈদে ঘুরতে গিয়ে বিলের পানিতে নৌকা ডুবে চার শিশুর মৃত্যু

35

অনলাইন ডেস্কঃ ঈদে ঘুরতে গিয়ে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় একটি বিলের পানিতে নৌকা ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- পাবনার বানপুরা উপজেলার নূরনগর গ্রামের মুজিবুর রহমানের মেয়ে মিম (১০) ও ছেলে সোহাগ (৮), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাঠতলা দক্ষিণপাড়ার সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া (১০) ও জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সাতরা এলাকার খোকন মিয়ার মেয়ে পারভীন (১২)। নিহতরা স-পরিবারে গাজীপুর সিটি করপোরেশনের আট নম্বর ওয়ার্ডের দক্ষিণ হরিণাচালা এলাকায় ভাড়া থাকতো।

স্থানীয় কাউন্সিলর মো. আব্বাস উদ্দিন খোকন জানান, দুপুরে ওই বাড়ি থেকে ওই নয় শিশু ঘুরতে বাইমাইল এলাকায় আসে। এ সময় বাইমাইল হরিণচালায় বিলের পানিতে একটি ছোট নৌকায় উঠে ওই নয়শিশু। একপর্যায়ে নৌকাটি বিলের মাঝে গেলে সিমেন্টের তৈরি জমির সীমানা পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে নৌকাটির সামনের অংশ ভেঙে যায়।পরে নৌকাটি ডুবে গেলে তিন শিশু ঘটনাস্থলেই ও হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। ওই সময় অন্য পাঁচ শিশু পানির মধ্যে বাঁশের একটি খুঁটি ধরে ডাক-চিৎকার করলে স্থানীয়রা তাদের জীবিত অবস্থায় উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান।