ঈদে কন্ঠ শিল্পী শামীম আশিকের একক অ্যালবাম ‘ছাই’

66

সবুজ আহম্মেদ,বিনোদন রিপোর্ট: বর্তমান প্রজন্মের প্রিয়মুখ কন্ঠ শিল্পী শামীম আশিক এবার কোরবানির ঈদে ‘ছাই’ শিরোনামের একটি অসাধারণ গানের একক অ্যালবাম নিয়ে আসছেন। পাঁচজন গীতিকারের সেরা ছয়টি গানে সাজানো এই অ্যালবামটি জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হবে। গান লিখেছেন ‘ছাই’ গীতিকবি জহুর কবির, ‘মন তোর খেয়ালে’ ও ‘ছুঁয়ে ছুঁয়ে জল’ লিখেছেন গীতিকার ইব্রাহীম খলিল ইবু, ‘ভাঙলে এই মন’ গীতিকার রবিউল আউয়াল, ‘বাঁ পাঁজররে হাড়’ উজ্জ্বল মল্লিক এবং ‘পিরিতের ফাঁন্দে’ লিখেছেন গীতিকার সাইদ রহমান। অ্যালবামটির ব্যাপারে গীতিকার ইব্রাহীম খলিল ইবু বলেন চমৎকার কথা মালায় এই অ্যালবামের প্রতিটি গানের সুর ও সঙ্গিত করেছেন শিল্পী নিজেই। এখানে আমার দু’টি গান রয়েছে এছাড়া অন্যান্য শিল্পীদের দারুন কয়েকটি গান আছে যা সকলকে ভালো লাগবে।

শ্রোতাদের চাহিদার উপর ভিত্তি করে গত এক বছর যত্ন সহকারে গানগুলি করার কথা বলেন কন্ঠশিল্পী শামীম আশিক। রোমান্টিক ধাঁচের কথামালায় গানগুলো খুব চমৎকার। ভিন্ন ভিন্ন কথার পাঁচ গীতিকারের বাছাই করা ছয়টি গান শ্রোতাদের মনে জায়গা করে নেবে বলে মনে করনে কন্ঠ শিল্পী শামীম আশিক।