ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রভাবশালী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল বর্তমানে প্রতিরক্ষা ও মনস্তাত্ত্বিক দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনে চলমান আন্দোলনে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের তরুণরা শামিল হওয়ায় তাদের সংগ্রাম নতুনকরে শক্তি পেয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ ইরানের ইসলামি প্রচার সমন্বয় পরিষদের ইন্তিফাদা ও কুদস বিভাগের প্রধানের দায়িত্বও পালন করছেন। ফিলিস্তিনিরা নিজ ভূমিতে ফিরে যাওয়ার যে আন্দোলন শুরু করেছে তা তাদের মধ্যে ইসরাইলবিরোধী চেতনা আরও জোরদার করবে বলে তিনি জানান।
রামাজান শরিফ আরও বলেন, বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস স্থানান্তরের ষড়যন্ত্রের জন্য আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে। মুসলিম উম্মাহর দৃঢ়তা এ ক্ষেত্রে প্রভাব ফেলবে।
এ সময় তিনি বিশ্ব কুদস দিবসে ইসরাইল বিরোধী মিছিলে মানুষের ব্যাপক অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আহ্বানে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে কুদস দিবস পালিত হয়ে আসছে।