ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি ও যুদ্ধের সময় শত্রু রাষ্ট্রকে সহযোগিতার করার অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন ইসরাইলের সাবেক আইনপ্রণেতা গেনেন সেগেভ। ইসরাইলির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত সোমবার এ তথ্য জানিয়েছে।-খবর হারিৎসের।
পেশায় চিকিৎসক গেনেন সেগেভ ১৯৯২-৯৫ সাল পর্যন্ত অবৈধ রাষ্ট্র ইসরাইলের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
মাদকপাচার ও কূটনৈতিক পাসপোর্ট জালিয়াতির দায়ে এর আগে ২০০৫ সালে সেগেভকে কারাদণ্ড দিয়েছিলেন আদালত।
বিবিসি জানিয়েছে, ২০০৭ সালে কারাগার থেকে মুক্ত হওয়ার পর সেগেভ নাইজেরিয়ায় চলে গিয়েছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি সেখানেই বসবাস করতেন।
শিন বেত বলছে, নাইজেরিয়ায় ইরানি গোয়েন্দাদের সঙ্গে সেগেভের যোগাযোগ ঘটে এবং দুবার তিনি ইরান সফরও করেছিলেন। তিনি ইসরাইলের জ্বালানি ও নিরাপত্তাসংক্রান্ত তথ্য ইরানিদের কাছে পাচার করেন।
ইসরাইলি পুলিশ জানিয়েছে, দেশের ইতিহাসে ভয়ঙ্কর নিরাপত্তা লঙ্ঘনের মামলাগুলোর মধ্যে এটি একটি।
শিন বেইত জানিয়েছে, গত মে মাসে ইকুয়াটোরিয়াল গিনি সফরের সময় গ্রেফতার হন সেগেভ। পরে তাকে ইসরাইলে আনা হয়। গত শুক্রবার গুপ্তচরবৃত্তিতে আদালতে অভিযুক্ত করা হয় তাকে।
এদিকে সাগেভের আইনজীবী দাবি করেছেন, শিন বেতের বক্তব্য অতিরঞ্জিত।