ইছালীতে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

8
অালোচনা সভা
সদর (যশোর) সংবাদদাতা : যশোর সদরের ইছালীতে অবস্থিত একটি সচেতনতা মূলক বেতার শ্রোতা সংগঠন,
“আমরা ধূমপান করিনা শ্রোতা ইউনিটে”র উদ্দ্যোগে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠত হয়েছে। সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত নেয়া হয়,বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর জীবনের উপর অন্যান্য বছরের ন্যয় এবছরও রচনার লেখার প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।বিজয়ীদের মধ্যে সনদপত্র ও আর্কষনীয় পুরুষ্কার প্রদান করা হবে। এবং মূল অনুষ্ঠানের একদিন আগে পত্র -পত্রিকায় বিজয়ীদের ছবি ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আর সিদ্ধান্ত হয় ৩১ আগস্ট অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নূরে আলম সিদ্দিকী অধ্যক্ষ ইছালী মডেল কলেজ,বিশেষ অতিথি আমিনুর রহমান মিঠু সভাপতি গীতারঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র বিশেষ অতিথি জহির ইকবাল নান্নু, সভাপতিত্ব করবেন মাসুম বিল্লাহ সভাপতি উক্ত সংগঠন”আমরা ধুমপান করিনা শ্রেতা ইউনিটে”র প্রতিষ্ঠাতা ও সভাপতি টি এম মাসুম বিল্লাহ ‘সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদকঃ রোকোনুদ্দৈলাহ সহ-সভাপতি সাংবাদিক কিশোর বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক, সাদিক হোসেন,আই সিটি সম্পাদক,সোহেল রানা,শিক্ষাববিষয়ক সম্পাদক মোঃজসীম উদ্দীন(উজ্বল)প্রচার সম্পাদক,সদস্য,আল আমিন,মজনু, এস এম ইমন,জোবায়ের,মাহফুজ,মিরাজ,রিয়াজ,নাহিদ,ওয়ালিদ,হৃদয়,প্রমুখ উপস্থিত ছিলেন