মাসুম বিল্লাহ, সদর (যশোর) সংবাদদাতা : নিশ্চয় আকাশ বাতাশ বায়ু মন্ডল ও এর ভিতর যা কিছু সবকিছুই মহান আল্লাহর সৃষ্টি। দিনে দিনে আল্লাহ তার বান্দাদের মাঝে তার অলৌকিক কিছু নিদর্শন দেখিয়ে থাকেন।হয়তো সেরকম কিছু নিদর্শনেরিই বহিঃপ্রকাশ ঘটেছে, ইছালীতে ঈদুল আজহার দিনে নিজেদের কোরবানি দেওয়া গরুর মাংসে “আল্লাহর “নাম এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করছে। ঘটনাটি ঘটেছে যশোর সদরের ইছালী গ্রামের আলহাজ্ব মাওলানা মোঃ রুহুল আমিনে’র (৩৫) মাদ্রাসা পড়ুয়া ছেলে মোঃ তাকি ওসমান (১৪) গত ২২আগস্ট পবিত্র ঈদুল আজহার দিন দুপুর প্রায় ৩ টার দিকে তার নিজ বাড়িতে রান্নাকৃত কোরবানির গরুর মাংস খাওয়ার সময়। একটুকরা মাংসের উপরে আরবিতে লেখা আল্লাহর নাম সাদৃস্য রেখা ভেষে উঠতে দেখে।এবং বিষটি তার মা -বাবাকে জানালে তার মা-বাবা মাংসটি নাখেতে নির্দশ দেন।বিষটি তাৎখনিক ভাবে এলাকায় ছড়িয় পড়লে ওই মাংস দেখতে মানুষের ঢল নামে কেও কেও স্মার্ট েফানে ছবি তুলে নিয়ে যাচ্ছে এফ বিতে দেওয়ার জন্য।
এই বিষটি নিয়ে এলাকাই চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।এ ব্যাপারে আমাদের সদর (যশোর) প্রতিনিধি মাসুম বিল্লাহ তাকি ওসমানের বাবা মাওলানা রুহুল আমিনের সাথে সরাসরি সাক্ষাত করেছেন তিনি ঘটনার সত্যতা শিকার করেছেন। এবং মাংসের টুকরাটি ফ্রিজে আছে বলে তিনি জানিয়েছেন।