ইউপি সদস্যের হাতে নির্যাতিত বৃদ্ধের জন্য উপহার পাঠালেন ডিসি

258

ইয়াছিন আলী : গত বুধবার এক ইউপি সদস্যের হাতে ৭০ বছরের বৃদ্ধ লাঞ্চিত হওয়ার ঘটনাটি সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের দৃষ্টিগোচর হয়েছে। সেজন্য তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ী সরদারপাড়া গ্রামের মো. নুর ইসলামের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন তিনি। তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যেও নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১জুন) তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম বৃদ্ধ নুর ইসলামের বাড়িতে গিয়ে জেলা প্রশাসকের পক্ষে উপহার সামগ্রী প্রদান করেন।

উল্লেখ্য বুধবার (১০ জুন) সকালে নগরঘাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্যকে দেওয়া ঘুষের টাকা ফেরত চাওয়াই ৭০ বছর বয়সি বৃদ্ধ মো. নুর ইসলামকে মারপিট করেন ইউপি সদস্য আব্দুস সামাদ। এলাকায় ঘটনাটি নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।