ইউপি নির্বাচন : ধানদিয়ায় শক্ত অবস্থানে বিএনপি, দলীয় কোন্দলে আ’লীগ

1808
ধানদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন
ধানদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থীরা। ছবি: লাল সবুজের কথা।

ডেক্স নিউজ: আসন্ন ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা নড়ে চড়ে বসেছে। দলীয় মনোনয়নসহ ভোটারদের মন জয় করতে অনেক প্রার্থীরা আগে ভাগে গণসংযোগ সহ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। ইউনিয়ন জুড়ে চলছে নির্বাচনী আমেজ। অনেক হাইব্রিড নেতাদেরকেও মনোনয়ন দৌড়ে দেখা যাচ্ছে।

প্রার্থী হতে নিজেদের অতীত কর্মকান্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরছেন ভোটার কর্মী সমর্থকদের মাঝে। প্রার্থীদের বিলবোর্ড, পোষ্টার, ব্যানার, লিফলেট, ফেস্টুনে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, হাট-বাজারে শোভা পাচ্ছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিএনপি থেকে নির্বাচিত মোঃ জাহাঙ্গীর হোসেন রয়েছে সুবিধাজনক স্থানে। সুমিষ্টভাষী এই চেয়ারম্যান প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আওয়ামীলীগের একক প্রার্থী নির্বাচনের বিকল্প নেই। ধানদিয়া ইউনিয়নে আওয়ামীলীগের দূর্গ থাকলেও সাংগঠনিক দূর্বলতার কারণে বার বার আওয়ামীলীগের প্রার্থীর পরাজয় হয় বলে আওয়ামীলীগের তৃণমূলের একাধিক নেতা কর্মীরা জানিয়েছেন। তাই তারা মনে করেন একজন সৎ, যোগ্য ও বলিষ্ঠ নেতাকে মনোনয়ন দেওয়া প্রয়োজন।

ইউনিয়ন ঘুরে দেখা গেছে মনোনয়ন দৌড়ে মাঠ পর্যায়ে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক সন্তোষ কুমার বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: দিদারুল ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা গাজী হামিজউদ্দীন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার শহিদুল ইসলাম, খান মোঃ আফজাল হোসেন, শাহরিয়ার আরিফ প্রমুখ।

আ’লীগের একাধিক প্রার্থী থাকায় দলের ভিতরে দলীয় কোন্দল তৈরি হয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা কর্মী।

ধানদিয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৯৩৮ জন, এদের মধ্যে পুরুষ ৭ হাজার ৮৮৪ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৫৪ জন। ২০১৬ সালের ২২ মার্চ নির্বাচনে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীকে ৭২৯০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন অপর দিকে নৌকা প্রতীক নিয়ে অধ্যাপক সন্তোষ বিশ্বাস ৫৫৪৭ ভোট পান।

উলেখ্য তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নসহ ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথম ধাপে আগামী এপ্রিল মাসে।