ইয়াছিন আলী : আসন্ন ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহুর্তে বেশ জমে উঠেছে তালা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। পোষ্টার আর ব্যানারে ছেয়ে গেছে তালা উপজেলার ১১টি ইউনিয়নের সর্বত্র এলাকা। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সেই সাথে বসে নেয় কর্মী সমর্থকরা। চায়ের স্টল থেকে শুরু করে সর্বত্র চলছে ভোটের আমেজ। সকাল থেকে গভীর রাত পযর্ন্ত প্রার্থীরা নিজস্ব প্রতীক নিয়ে ঘুরছে ভোটারদের দ্বারে দ্বারে।
তালা উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন যারা:
১নং ধানদিয়ার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো: শহিদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো: জাহাঙ্গীর আলম (টেবিল ফ্যান), মো: দিদারুল ইসলাম (মোটর সাইকেল), মো: হামিজ উদ্দীন গাজী (আনারস)।
২নং নগরঘাটা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো: কামরুজ্জামান লিপু, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মিলন ঘোষাল (মশাল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো: আজিজুর রহমান (হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী এসএম আলতাফ হোসেন আলতু (মোটর সাইকেল), মো: জাহাঙ্গীর হোসেন (আনারস)।
৩নং সরুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মতিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত শেখ শাহাদাত হোসেন (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আব্দুর রব (আনারস), আমিনুজ্জমান (চশমা), জাহাঙ্গীর আলম (ঘোড়া), আব্দুল হাই (মোটর সাইকেল), শাহ আলম (টেবিল ফ্যান), শেখ জহরুল হক (রজনীগন্ধা)।
৫নং তেতুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এস এম আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান (আনারস), শেখ আফতাব উদ্দীন ।
৬নং তালা সদর ইউনিয়নের ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম (লাঙ্গল), আওয়ামী লীগ মমনোনীত নৌকার প্রার্থী সরদার জাকির হোসেন, স্বতন্ত্র প্রার্থী এ্যাডঃ মশিয়ার রহমান (আনারস) ।
৭নং ইসলামকার্টি ইউনিয়নে আওয়ামী লীগ মমনোনীত নৌকার প্রার্থী অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, স্বতন্ত্র প্রার্থী মো: গোলাম ফারুক (চশমা), মো: জাহাঙ্গীর আলম (আনারস), আব্দুল আজিজ (মোটর সাইকেল)।
৮নং মাগুরা ইউনিয়নে আওয়ামী লীগ মমনোনীত নৌকার প্রার্থী গনেষ চন্দ্র দেবনাথ, ওয়াকর্স পার্টি মনোনীত হিরন্ময় মন্ডল (হাতুড়ি), স্বতন্ত্র প্রার্থী এসএম আইয়ুব আলী (মোটর সাইকেল), জিএম ইমান আলী (চশমা), সুনীল কুমার দাশ (আনারস)
৯নং খলিষখালী ইউনিয়নে আওয়ামী লীগ মমনোনীত নৌকার প্রার্থী সাংবাদিক মোজাফার রহমান, ওয়াকর্স পার্টি মোল্লা সাবির হোসেন (হাতুড়ি), স্বতন্ত্র প্রার্থী গাজী রেজাউল করিম (আনারস)।
১০নং খেশরা ইউনিয়নে আওয়ামী লীগ মমনোনীত নৌকার প্রার্থী প্রভাষক রাজিব হোসেন, স্বতন্ত্র প্রার্থী শেখ কামরুল ইসলাম(আনারস)।
১১নং জালালপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রবিউল ইসলাম মুক্তি, স্বতন্ত্র প্রার্থী দু’বারের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।
১২নং খলিলনগর ইউনিয়নে আওয়ামী লীগ মমনোনীত নৌকার প্রার্থী প্রভাষক প্রণব ঘোষ বাবলু, স্বতন্ত্র প্রার্থী এসএম আজিজুর রহমান রাজু (আনারস), গোলাম রসুল (চশমা)।
উল্লেখ্য আগামী ২০ সেপ্টেম্বর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে উপজেলা প্রশাসন নির্বাচনী সকল কার্য সম্পন্ন করেছেন।