আসছে টেসলার স্মার্টফোন

315
আসছে টেসলার স্মার্টফোন

প্রযুক্তি ডেস্ক: ইলেকট্রিক গাড়ি বা ইস্টার লিংক ইন্টারনেট নয়, এবার সোজা স্মার্টফোন বাজারে প্রবেশ করছে ইলন মাস্কের টেসলা। প্রতিষ্ঠানটি শিগ্গির বাজারে আনতে যাচ্ছে টেসলা স্মার্টফোন। জানা গেছে, টেসলার স্মার্টফোনকে সব দিক থেকেই এগিয়ে রাখতে চান ইলন মাস্ক।

বিগত কয়েক মাস ধরেই টেসলার একটি স্মার্টফোন নিয়ে জল্পনা চলছে, যার নাম মডেল পিআই/পি। যদিও বিষয়টি নিয়ে টেসলা অফিসিয়ালি কিছু ঘোষণা করেনি। তবুও ইন্টারনেট দুনিয়ায় সয়লাব টেসলা স্মার্টফোন নিয়ে। এদিকে এবারই যে প্রথম কোনো ‘ভিন্ন’ প্রডাক্ট নিয়ে টেসলা হাজির হচ্ছে এমনটা নয়।

এর আগেও সাইবার-ট্রাক, কচিকাঁচাদের জন্য ইলেকট্রিক ভেহিকল, টেসলা ছাতা, এমনকি একটি স্টেনলেস স্টিলের বাঁশিও লঞ্চ করেছে ইলন মাস্কের সংস্থা। তাই টেসলার স্মার্টফোন যখন আসছে, তখন ‘গোপনীয়তা’ তো একটু থাকবেই। কিন্তু তাও একাধিক তথ্য জানা গিয়েছে।