আশাশুনি – সাতক্ষীরা সড়কে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১: আহত ২

53
আশাশুনি - সাতক্ষীরা সড়কে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি টু সাতক্ষীরা সড়কে মটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও দু’জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬.৩০ টার দিকে সদর উপজেলার ভালুকা চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানাগেছে, পার্শ্ববর্তী তালা উপজেলার হরিহরনগর গ্রামের তাজ উদ্দীনের যোমজ পুত্র রাজা আহমেদ (১৮) ও রাজ আহমেদ (১৮) আশাশুনির কুল্যায় মামা ফিরোজ আহম্মেদ জজের বাড়ীতে থেকে একাদশ শ্রেণিতে লেখাপড়া করে আসছিল।

ঘটনার সময় রাজা ছোট ভাই ও তার বন্ধু বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের এশার আলীর পুত্র ইদ্রিসকে পিকনিকের বাসে উঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে রওনা হয়। চাঁদপুর এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটর সাইকেলটি পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে মটর সাইকেল চালক রাজা (১৮) ঘটনাস্থলেই নিহত হয়। ছোট ভাই রাজ (১৮) ও বন্ধু ইদ্রিস গুরুতর আহত হয়। পার্শ্ববর্তী লোকজন তাদের উদ্ধার করে সাতক্ষীরার একটি হাসপাতালে প্রেরন করে।