আশাশুনি সদর ইউনিয়নে ২০১৮-১৯ অর্থ বছরের প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠিত

18
lalsobujerkotha

অাশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে প্রকাশ্য বাজেট অধিবেশন ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ২০১৮-১৯ অনুষ্ঠিত হয়েছে। অাজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স. ম সেলিম রেজা মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, উপজেলা কৃষিকলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, স্বেচ্ছসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলি, ইউপি সচিব প্রভাস কুমার মন্ডল, প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র, প্রধান শিক্ষক দিপংকর কুমার, প্রভাষক সিরাজুল ইসলাম, মহিলা মেম্বার রোজিনা পারভিন ময়না, পারুল আক্তার, ইন্দ্রানি রানী, ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল, তারিকুল আওয়াল সেজে, শাহিনুর আলম শাহিন, মনিরুল ইসলাম, মিজানুর রহমান, দিলীপ কুমার মন্ডল, আঃ সাত্তার, সন্তোষ কুমার মন্ডল, সিরাজুল ইসলাম প্রমুখ। সাংবাদিক এম এম সাহেব আলির সঞ্চালনায় অনুষ্ঠানে ২ কোটি ৩০ লক্ষ ৭৫ হাজার ৬০৪ টাকার বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শত শত মহিলা ও পুরুষ অংশ গ্রহণ করেন।