আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিক নির্যাতন প্রতিরােধ দিবস পালন

19

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে সাংবাদিক নির্যাতন প্রতিরাধ দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে আশাশুনি প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের নিজস্ব কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্বে করেন, সভাপতি জিএম আল-ফারুক। সাধারণ সম্পাদক সমীর রায়ের উপস্থাপনায় আলোচনা রাখেন, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান ও এসএম আহসান হাবিব, সহ-সভাপতি আলী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, সোহরাব হোসেন, এম এম নুর আলম, শেখ বাদশা, ফাইজুল কবির, জগদীশ চন্দ্র সানা প্রমূখ।

এসময় বক্তাগন দেশের সকল হত্যার শিকার সাংবাদিদের দ্রুত বিচারকার্য সম্পন্ন করা, আশাশুনি প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যসহ দেশের সাংবাদিকদের উপর মামলা-হামলা এবং নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান হয়। সবশেষ প্রয়ত সকল সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করা হয়।