আশাশুনি থানায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

13
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

আশাশুনি প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আশাশুনি থানায় কর্মরত কর্মকর্তা ও ফোর্সদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে থানায় এ বিতরণ অনুষ্ঠান করা হয়।

দেশ ব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে আইন শৃংখলা রক্ষার পাশাপাশি মাঠে কঠিন ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন পুলিশ বাহিনী। পুলিশ বাহিনীর সুরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা উপলব্ধি করে ৪৭ জন অফিসার ও পুলিশ কনস্টেবলকে ফেসসিড, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও চশমা প্রদান করা হয়।

বিতরণ করেন দেবহাটা সার্কেল (আশাশুনি ও দেবহাটা থানা) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আলহাজ্ব ইয়াসিন আলী। এসময় আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস সালাম উপস্থিত ছিলেন।