এম এম নুর আলম, আশাশুনি : আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর সাথে ঢাকাস্থ আশাশুনি উপজেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃবৃন্দ পবিত্র ঈদ-উল-আযহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।
রবিবার সকালে উপজেলা চেয়ারম্যানের চাপড়াস্থ ব্যক্তিগত কার্যালয়ে উপস্থিত হয়ে তারা এ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আশাশুনি উপজেলার সকল ছাত্র-ছাত্রীদের পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানান।
এছাড়াও তাদের সমস্যার কথা শোনেন ও ঢাকাস্থ আশাশুনি ছাত্র কল্যাণ সমিতির মাধ্যমে উপজেলার মেধাবী ছাত্র ছাত্রীদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখায় সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন।
এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ঢাকাস্থ আশাশুনি ছাত্রকল্যাণ সমিতির নেতৃবৃন্দকে সুন্দর আশাশুনি গড়ে তুলতে পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন। শুভেচ্ছা বিনিময়কালে ঢাকাস্থ আশাশুনি উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ঢাকাস্থ আশাশুনি উপজেলা ছাত্র কল্যাণ সমিতির নেতা আফ্রিদি শাহ, হাবিবুল্লাহ বাহার, আমানউল্লাহ পারভেজ, তৌহিদুল, আবু সাঈদ, দিবাকর বসাক, আরিফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।