আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা

10

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পরিষদের মাসিক (উন্নয়ন সমন্বয়) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তীর সভাপতিত্বে এসময় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, আলমগীর আলম লিটন, আবু হেনা শাকিল, ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, প্রভাষক ম. মোনায়েম হোসেন, আব্দুল আলিম মোল্যা, কৃষি অফিসার রাজিবুল হাসান, সমাজ সেবা অফিসার সহিদুল ইসলাম, এলজিইডি কর্মকর্তা আক্তার হোসেন, সমবায় অফিসার কারিমুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, নির্বাচন অফিসার সাইফুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে আলোচনা করা হয়।