আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা পরিষদের (মাসিক উন্নয়ন সমন্বয়) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল পদ্ধতিতে সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সঞ্চালনায় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিঃ মোস্তাফিজুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর শেখ ঈমান উদ্দিন, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, কুল্যা ই্উপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী প্রমুখ অংশ নেন। সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বাস্তবায়নাধীন প্রকল্পসহ উপজেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।