প্রেস বিজ্ঞপ্তি : আশাশুনি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রবিবার (১২ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এম এম আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, আশাশুনি উপজেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
একইসাথে নতুন কমিটিতে সভাপতি/সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের আগামী ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে “জীবন বৃত্তান্ত” জমা দেওয়ার জন্য আহ্বান করা হলো।
একই তারিখে অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের সাথে জড়িত থাকায় সৌরভ রায়হান সাদ (সাধারণ সম্পাদক, আশাশুনি উপজেলা ছাত্রলীগ, সাতক্ষীরা) তাকে অব্যহতি দেওয়া হলো এবং বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হলো।