আশাশুনির শ্রীউলায় জিআর এর নগদ অর্থ বিতরণ

9

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার শ্রীউলায় অসহায় গরীব মানুষের মাঝে জিআর এর নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় শ্রীউলা ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। এসময় ইউপি সচিব খায়রুল ইসলাম, ইউপি সদস্য ইয়াছিন আলিসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাগেছে, সরকার অসহায় দুস্থ পরিবারের কল্যাণে সহাযোগিতা প্রদান কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এরই আওতায় শ্রীউলা ইউনিয়নে ৫০০ পরিবারকে নগদ ৫০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে করোনা ভাইরাস জনিত বিধি নিষেধ পালনের লক্ষ্যে শ্রীউলা ইউনিয়নে ভাগ ভাগ করে টাকা বিতরণের ব্যবস্থা করা হয়েছে।