আশাশুনির ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম

21

এম এম নুর আলম,আশাশুনি থেকে \ আশাশুনি উপজেলার হাজরাখালী ও কোলার ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম।

শুক্রবার বিকালে তিনি শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী ও প্রতাপনগর ইউনিয়নের কোলা বেড়ীবাধ পরিদর্শনকালে বলেন, ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে ঘরবাড়ি ভেঙে যাওয়ায় মানুষ যেমন গৃহ হারা হয়ে পড়েছে। তেমনি মৎস্য ঘের প্লাবিত হয়ে চিংড়ী মাছ নির্ভরশীল এলাকার মানুষ শত শত কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। এছাড়াও বেড়িবাঁধ ভেঙে কয়েকটি ইউনিয়ন সম্পূর্ণ পানির উপরে ভাসছে। তিনি আরও বলেন, এখনো পর্যন্ত নদী ভাঙ্গন কবলিত যেসকল ওয়াপদা বেড়িবাঁধ আটকানো সম্ভব হয়নি সেগুলো যদি দ্রæত আটকানো না যায় তাহলে যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হবে তা আগামী দিনে কাটিয়ে ওঠা সম্ভব হবে না।

এসময় তিনি নদী ভাঙ্গন কবলিত ওয়াপদা বাঁধ দ্রæত মেরামতের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও ওয়াপদা কর্তৃপক্ষ এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন এবং সকলকে ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ মেরামত ও ভাঙ্গন কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। বেড়ীবাধ পরিদর্শনকালে শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা ও ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।