আশাশুনির বড়দলে মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় অন্তোষ্টিক্রিয়া

12
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়ায় বীরমুক্তিযোদ্ধা অরবিন্দু কুন্ডুর রাষ্ট্রীয় মর্যাদায় অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। বুধবার বিকাল ৫ টায় মৃত অরবিন্দুর বাসভবনে গার্ড অব অনার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার উপস্থিতিতে এসআই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশের চৌকস দল রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ডেপুটি কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মোল্যা, আকবর আলী, আকের আলী, আবুল হোসেন, বেল্লাল হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে পার্শ্ববর্তী শ্বশ্মানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। স্বর্গীয় শ্রীদাম কুন্ডুর পুত্র মুক্তিযোদ্ধা অরবিন্দু কুন্ডু (৭৫) দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যা ৭.৫০ টায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যা রেখে গেছেন।