আশাশুনি প্রতিনিধি ॥ করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থ মানুষদের সরকারের পাশাপাশি বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের এসএসি-২০১৬ ব্যাচের শিক্ষার্থীরা সহায়তা দানে এগিয়ে এসেছে। মঙ্গলবার এসএসসি-২০১৬ ব্যাচের সকল শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত “নির্মিসা” ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়।
তারা সহায়তা দানের ৩য় ধাপে কুল্যা, বুধহাটা, নওয়াপাড়া, শ্বেতপুর, হাবাশপুর গ্রামে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। বাড়ি বাড়ি গিয়ে তারা নিরাপদ দুরত্ব মেনে চাল, মশুর ডাল, আলু, পেঁয়াজ, রসুন, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে তারা। স্বাভাবিক সাহায্য কার্যক্রম পরিচালনার পাশাপাশি নির্মিসা’র সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও মহৎ ব্যক্তিদের সহায়তায় রমজানের উপহার স্বরূপ ৩য় ধাপে ১০০ পরিবারের মাঝে পৌঁছে দেয় ইফতার সমগ্রী। ভবিষ্যতে তাদের সহায়তার পরিসর আরো দীর্ঘ হবে বলে জানিয়েছেন নির্মিসা’র সদস্যরা।