আশাশুনির বসুখালীতে সরকারের উন্নয়ন তুলে ধরে উঠান বৈঠক

13

সোহরাব হোসেন বিশেষ প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বসুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারের উন্নয়ন তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শোভনালী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শোভনালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী এ বি এম মোস্তাকিম। যুবলীগ নেতা সাংবাদকি এম এম সাহেব আলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, উপজেলা যুবলীগ সভাপতি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুস সামাদ বাচ্চু। এলাকার নেতাকর্মী ও সাধারণ দর্শকের উপস্থিতিতে উঠান বৈঠকে উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হোসাইন, ইউনিয়ন সৈনিকলীগ সভাপতি শাহাদাৎ হোসেন, ওয়ার্ড আ’লীগ সেক্রেটারী মুনছুর আলী প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ওমর সাকি পলাশ, বিমল কৃষ্ণ গাইন, আলমগীর হোসেন আঙ্গুর মেম্বার, কৃষকলীগ নেতা মতিলাল, আছু, হাজী আক্কাছ, সাতক্ষীরা সদর ছাত্রলীগ সভাপতি শাহিনুর আলম সাদ্দাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বিগত দিনে বিএনপি-জামাতের নৈরাজ্যকর ও সন্ত্রাসী কর্মকান্ডের বর্ণনা দিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন গরীব মানুষের দুঃখ লাঘবে বিনামূল্যে বই বিতরণ, হাজার কোটি টাকা ভর্তূকি দিয়ে কৃষকের নাগালে সার পৌছে দেওয়া, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষিসহ সকল ক্ষেত্রে উন্নয়ন সাধন করা হয়েছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী নেতা সরকারে অসহায় গরীবদের জন্য দেওয়া ঘর প্রদানের লিষ্ট করার নামে টাকা হাতিয়ে নিয়ে সরকারের ভাবমূর্তি নষ্টের কাজ করে যাচ্ছে। এর সাথে জগিতদের প্রতি তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। কোন নিরিহ মানুষ বা সাধারণ মানুষের উপর পুলিশী হয়রানী হতে দেবেননা বলে আশ^াস দিয়ে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানান।