আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধ নির্মাণে নানা অনিয়মের অভিযোগ

31

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সুভদ্রাকাটি- চাকলার মধ‍্যস্ত কাটাখালীর বেড়িবাঁধ নির্মানে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে যে, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানির তীব্রতায় সুভদ্রাকাটি-চাকলার মধ্যস্ত কাটাখালীর (ইটের ভাটা থেকে সুভদ্রাকাটি গ্রামের দক্ষিণ মাথা পযর্ন্ত) বেড়িবাঁধ ভেঙে যায় যেটা চাকলা থেকে সুভদ্রাকাটি হয়ে প্রতাপনগর যাওয়ার মূল সড়ক। ঘূর্ণিঝড় ইয়াসের কারনে সুভদ্রাকাটি-চাকলার মধ্যস্ত কাটাখালীর ঐ অংশের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় চাকলা-সুভদ্রাকাটি ছিল বিচ্ছিন্ন।
ফলে ব‍্যাপক ভোগান্তিতে ছিল স্থানীয়রা।

সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড (পাওবো)’র ঠিকাদারের মাধ্যমে নতুন করে সংস্কার হচ্ছে কাটাখালীর ঐ অংশের বেড়িবাঁধ। যেটা শুরুতেই এলাকাবাসীকে স্বস্তির নিশ্বাস দিলেও পরবর্তীতে স্থানীয়রা নানা অনিয়মের অভিযোগ তুলেছেন।
স্থানীয়দের মতে রাস্তার পাশ থেকে গর্ত করে রাস্তা উঁচু করা হচ্ছে ঠিকই কিন্তু পুরোপুরি করা হচ্ছে না রাস্তার ঢাল।

স্থানীয়দের অভিযোগ যে, বেড়িবাঁধের ঐ অংশে রাস্তার একেবারেই কাছ থেকে কোনো বক্সার (ফাকা জায়গা ) না রেখেই বিশাল গর্ত খুঁড়ে বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। ফলে কিছু কিছু অংশে বেড়িবাঁধ ধ্বসে পড়ছে সেই খাঁদে।
কিছু কিছু জায়গায় হচ্ছে না পর্যাপ্ত পরিমাণ রাস্তার ঢাল বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

স্থানীয় প্রতাপনগরের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জি.এম আসলাম হোসেন আমাদেরকে বলছিলেন যে, কাটাখালীর বেড়িবাঁধে রাস্তার পাশে কোনো বক্সার রাখা হয় নি। রাস্তার পাশ থেকে খাঁদ করে রাস্তা করা হচ্ছে। যার ভবিষ্যৎ ফলাফল হবে অপরিণামদর্শী। এভাবে বেড়িবাঁধ করলে এই রাস্তা বৃষ্টি হলেই ধ্বস নামবে। এরপর সাময়িক কিছুদিন রাস্তাটা ভালো থাকবে। তারপর আবারো আগের রূপ নিবে।