আশাশুনির নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে রুহুল হক এমপি: ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নির্মাণে ২ হাজার কোটি টাকা বরাদ্ধ আসছে

164

এম এম নুর আলম, আশাশুনি প্রতিনিধি : সুপার সাইক্লোন আম্পান পরবর্তী সময়ে আশাশুনিতে নদী রক্ষা বাঁধ ভেঙে প্লাবিত ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

শনিবার বেলা ১১টায় নদী পথে ডাঃ আ ফ ম রুহুল এমপি আশাশুনি সদর, প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের বেড়ীবাঁধ ভাঙ্গন কবলিত স্থান, ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন, ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্থ এলাকার সাধারণ মানুষ ও কর্মরত শ্রমিকদের সাথে মত বিনিময় করেন। এসময় তিনি বলেন, এতদিনের চেষ্টার পরও আমরা বাঁধ মেরামত না করতে পারায় আপনারা আমাকে ক্ষমা করবেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় পানি উন্নয়ন বোর্ডসহ সব দপ্তরে যোগাযোগ করা হয়েছে। যত দ্রুত সম্ভব আমার এলাকার অসহায় মানুষদের পানিমুক্ত করতে বলেছি। আজ আমি স্বচক্ষে দেখতে এসেছি। এই মুহুর্তে পানি চাপে কাজ করতে না পারায় সেনাবাহিনীও দুঃখ প্রকাশ করেছে।

তবে যত দ্রুত সম্ভব নতুন করে তারা বাঁধ মেরামতে পুরোদমে কাজ শুরু করবে বলে জানিয়েছে। এজন্য নতুন ডিজাইন ও বরাদ্দ দেয়া হয়েগেছে।

ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বলেন, মানুষের দুঃখ দুর্দশা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চায় না, আমরাও চাই না। সাতক্ষীরা জেলার ঝুঁকিপূর্ণ বেড়ীবাঁধ নির্মাণে দুই হাজার কোটি টাকা বরাদ্ধ আসছে। আমার বিশ্বাস ঐ পরিমাণ টাকার কাজ হলে আমাদেরকে ভবিষ্যতে এরকম দুঃসময়ের মুখোমুখি হতে হবে না।

এসময় তিনি সাধারণ মানুষকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা যেভাবে প্রতিদিন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অক্লান্ত পরিশ্রম করছেন তার সুফল অবশ্যই মিলবে। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে এসময় আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, পাউবো সাতক্ষীরা-২ এর নির্বাহী প্রকৌশলী সুধাংশু শেখর, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম করিব, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল,উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের এসও রাব্বি হাসান, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নীল কন্ঠ সোম, সাধারণ সম্পাদক রনজিৎ বৈদ্য, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম সাহেব আলী সহ জনপ্রতিনিধিবৃন্দ, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন এলাকা পরিদর্শনের একপর্যায়ে ডাঃ আ ফ ম রুহুল হক এমপি এপিএস ডিগ্রী কলেজ পরিদর্শন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।