আশাশুনির চাকলায় প্লাবিত মানুষদের মাঝে ঔষধ বিতরণ

20

আশাশুনি প্রতিনিধি ।। আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামে ঘুর্ণিঝড় আম্ফানে লন্ডভন্ড মানুষদের চিকিৎসা সেবা প্রদানে মেডিকেল টিম কাজ করে চলেছে। শনিবার টিমের সদস্যরা পানিতে নেমে প্লাবিত মানুষদের কাছে গিয়ে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের নির্দেশনায় টিমের সদস্যরা পানিবন্দী চাকলা পুর্বপাড়ার জনগনের মাঝে খাবার স্যালাইন, মেট্রোনিডাজল, ট্রেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, এন্টাসিড এবং সীমিত সংখ্যক প্যান্টোপ্রাজল বিতরণ করেন। প্লাবিত মানুষ স্যালাইন ও ঔষধ সামগ্রী পেয়ে খুবই খুশিবোধ করেন।