আশাশুনির কুল্যায় ২০০ জন অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

41

আশাশুনি প্রতিনিধি ।। আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে করোনা ভাইরাসের কারনে যারা অসহায় হয়ে পড়েছেন এমন ২০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরকারি বরাদ্দকৃত দুই টন চাউল ও নগদ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে বিতরণের জন্য ইউনিয়নের সকল ইউপি সদস্যদের মাঝে বরাদ্দকৃত চাউল ও নগদ অর্থ বিতরণ উদ্বোধন করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী।

এসময় কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, ইউনিয়ন ট্যাগ অফিসার এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর প্রত্যেক ওয়ার্ডের মেম্বাররা চাউল ও নগদ অর্থ বুঝে নিয়ে প্রত্যেক ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন।