আশাশুনির কুল্যায় ওয়ার্ল্ড ভিশনের হাইজিন কিট বিতরণ

22
Asashuni Kulya World Vision Hygiene Kit Distribution

আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার কুল্যায় কোভিড-১৯ প্রতিরোধে ও করোনা দূর্গতদের সাহায্যার্থে স্বাস্থ্যবিধি উপকরণ (হাইজিন কিট) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে ৪৮ টি আরসি শিশু পরিবারের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।

আশাশুনি এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। এসময় উপ-সহকারি কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার স্বপন ডেভিড সাহা, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মোমিন, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিতরণকালে স্বাস্থ্য বিধি উপকরণের মধ্যে ছিল প্রত্যেক আরসি শিশু পরিবারের জন্য মাস্ক ৫০ পিস, সাবান ১০ পিস, কাপড় কাচার গুড়া সাবান ৫ প্যাকেট, ব্লিচিং পাউডার ২ প্যাকেট, স্যানিটারী প্যাড ৪ প্যাকেট ও প্লাস্টিকের মগ ১ টি।