সোহরাব হোসেন, বিশেষ প্রতিনিধি আশাশুনিঃ আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথের নির্দেশনা মোতাবেক পিএসআই আঃ রাজ্জাক, এএসআই মাহাবুব হাসান, এএসআই ফেরদৌস কবির অভিযান চালিয়ে কাদাকাটি গ্রামের নজরুল ইসলাম সরদারের পুত্র নাজমুল ওরফে রিপন সরদারকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা ১২(১০)১৮ রুজু করা হয়েছে।