আশাশুনিতে ২৮০ জনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

25

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার চার ইউনিয়নের ২৮০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে আশাশুনি সদর, বুধহাটা, কুল্যা ও শোভনালী ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ইউনিয়ন ৪ টির করোনা ভাইরাসে কর্মহীন ২৮০ টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, আশাশুনিতে চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, বুধহাটায় চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, শোভনালীতে চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন ও কুল্যায় চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী।

এ সময় প্রত্যেককে ৫কেজি করে চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু ও ১টি করে সাবান দেওয়া হয়। ত্রাণ সামগ্রী বিতরণকালে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক জয়ন্তি রানী দাস, প্রজেক্ট অফিসার নাজমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।