আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

22

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সদরে ইজিবাইক চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০.৩০ টার দিকে আশাশুনি টু কোলাঘোলা সড়কের কোদন্ডা আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আশাশুনি সদরের আদালতপুর গ্রামের হোসেন সানার পুত্র নয়ন (৪) তার মায়ের সাথে দোকানে খাবার কিনতে যাচ্ছিল। ঘটনাস্থানে পৌছালে ইটভর্তি একটি ট্রলি হঠাৎ করে পার্শ্ব রাস্তা থেকে মূল সড়কে উঠলে, শ্রীউলার দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের সাথে হালকা ধাক্কা লাগলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ইজিবাইক শিশুর উপর গিয়ে উঠলে শিশু নয়ন গুরুতর জখম হয়।

তাকে দ্রুত আশাশুনি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

উক্ত ঘটনা শোনা মাত্র সেখানে উপস্থিত হন আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আশাশুনি ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম।

সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিহতের পিতা মাতা সহ তার পরিবারের কাছে এই মাসুম বাচ্চাটির লাশ পৌঁছানো পর্যন্ত সকল কিছুর দায়-দায়িত্ব এবং আলাপ-আলোচনা সম্পন্ন করেন ঢালী মোঃ সামছুল আলম।

তিনি বলেন, এরকম একটি মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর একমাত্র দাবী দীর্ঘদিন ধরে নতুন রাস্তা কাজ বন্ধ আছে খুলনার প্রভাবশালী ঠিকাদার মোজাহার এন্টারপ্রাইজ গাফিলতির কারণে দিনের পর দিন একের পর এক এভাবেই ঝরে যাচ্ছে কিছু মানুষের প্রাণ তাই অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি এবং রোডস এন্ড হাইওয়ে সকল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আশাশুনি উপজেলাবাসী। জুন মাসের মধ্যে রাস্তাটির কাজ সম্পন্ন করার কথা থাকলেও অদ্যবধি রাস্তাটি কোনভাবেই চলাচলের উপযোগী করতে পারিনি তাছাড়া এই বৃষ্টির মৌসুমে রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেতে গেলে যানবাহনসহ পথচারীদের সমস্ত পরিধেয় কাপড় চোপড় পানিতে এবং কাদা পানিতে নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং যত দ্রুত সম্ভব এই রাস্তাটি কাজ শেষ করার জন্য বিশেষভাবে কর্তৃপক্ষের অনুরোধ জানিয়েছেন।

আজকের এই মা বাবার মত একমাত্র সন্তানকে হারিয়ে আর যেন কোনো পিতা-মাতার কোল খালি না হয় সেদিকে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিশেষ অনুরোধ জানিয়েছেন আশাশুনির সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মোঃ সামছুল আলম।

করোনার ভয়ে যখন সকল জনপ্রতিনিধি এবং সমাজের নেতৃত্বদানকারীরা বাড়িতে বসে আছে ঠিক তখনই পূর্বের ন্যায় মানুষের দুঃখ-দুর্দশা অসহায় বঞ্চিত মানুষের পাশে যে জীবনের ঝুঁকি নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সাবেক ছাত্রনেতা ঢালী মোঃ সামছুল আলম। তার একমাত্র উদ্দেশ্য আশাশুনি সদর ইউনিয়ন বাসির একজন সেবক হওয়া এবং এলাকার উন্নয়ন করা এজন্য তিনি সকলের কাছে দোয়া এবং আশীর্বাদ চেয়েছেন।