আশাশুনিতে সাংবাদিক চঞ্চলের নানা আর নেই

30

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়া গ্রামের মরহুম আব্দুর রসুল সরদারের ছেলে মাসুদুর রহমান মাসু (৬৬) আর নেই (ইন্নালিল্লাহি——–রাজিউন)।

সোমবার বাদ মাগরিব নিজস্ব বাসবভনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার সকাল ১০টায় চাপড়া শাহ দেওয়ান জামে মসজিদ চত্বরে মরহুমের জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযা নামাজে ইমামতি করেন হাফেজ আবু তাহের।

এসময় জজকোর্টের সাবেক এপিপি এবিএম সেলিম, বুধহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান, আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক ডাবলু, রিপোটার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, বুধহাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহরিয়ার জামান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইউনুস আলী সানা, শাহাদুজ্জামান শাহেদ, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ শাহদাত হোসেন দীপুসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

আশাশুনি রিপোটার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল এর নানা মরহুম মাসুদুর রহমান কর্ম জীবনে প্রায় ২৫ বছর সীমান্তের অতন্দ্র প্রহরী (বিডিআর) এর হাবিলদার ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী-পুত্র, পরিবার পরিজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।