আশাশুনিতে সক্ষমতা বৃদ্ধিমূলক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

8

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় ৩য় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধিমূলক (২য় ব্যাচ) কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসানের পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, খামারবাড়ি সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা অলি আহম্মেদ ফকির, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান প্রমুখ।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১২০ জন কৃষককে প্রশিক্ষণ দেয়া হয়। এসময় ইউনিয়ন সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।