আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ওয়ার্ল্ড ভিশনের ফারমার টু ফারমার লার্নিং ভিজিট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী ইনহেল্ডার প্রজেক্ট, আশাশুনি এপি ওযার্ল্ড ভিশনের আয়োজনে অপেক্ষাকৃত দরিদ্র পরিবারের ২০ জন সদস্যের অংশগ্রহনে এ লার্নিং ভিজিট কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলার দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের গ্রামের আলহাজ্ব আব্দুল মাজেদ গাজীর ছেলে শামীম হোসেন এর মডেল দুগ্ধ খামারে অনুষ্ঠিত প্রোডিউসার গ্রুপের লার্নিং ভিজিট কর্মশালায় এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, ভিএফএ ডাঃ তোফায়েল আহমেদ,এপিসি ম্যানেজার মেথিল্ডা মেন্ডিস, প্রেগ্রাম অফিসার মিলিতা সরকার, জুনিয়র প্রোগ্রাম অফিসার মৌসুমী মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।