আশাশুনিতে মোবাইল কোর্টে জরিমানা

11

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউ এর হাত থেকে জনগণকে রক্ষার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জনকে ১২০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা কালে স্বাস্থ্য বিধি অমান্য করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) ২০১৮ আইনের ২৪ ধারায় শাহনগর গ্রামের ডাঃ আবু তালেব সাহার পুত্র শাহ মোঃ আরিফ হোসেনকে ৫০০ টাকা, দরগাহপুর গ্রামের মৃত নরেন মন্ডলের পুত্র বিবেকা নন্দকে ৫০০ টাকা ও খরিয়াটি গ্রামের মৃত জাহাতাবের পুত্র আঃ রহিমকে ২০০ টাকা, সর্বমোট ১২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া তেতুলিয়া, কাদাকাটি, দরগাহপুর ব্রীজ চেকপোষ্ট এলাকাসহ বিভিন্ন সড়ক ও বাজারে টহল ও অভিযান পরিচালনা করা হয়।

সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেনতন করা হয়।

আশাশুনিতে সড়কে দায়িত্ব পালনরত
পুলিশ করোনায় আক্রান্ত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে সড়কে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে কর্মরত পুলিশ কনষ্টেবল অসুস্থ হয়ে পড়লে টেষ্টে তিনি করোনা পজেটিভ হয়েছে। জানাগেছে, মঙ্গলবার সকালে আশাশুনি থানার কনস্টেবল তুহিন আলম কুল্যার মোড়ে মেইন সড়কে লকডাউন বাস্তবায়নে দায়িত্বরত ছিলেন। তার সামান্য সর্দি-কাশি ছিল। হঠাৎ করে তিনি মাথা ঘুরে পড়ে গেলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পর আশাশুনি হাসপাতালে পাঠানো হয়।

সেখানে “র‌্যাপিড এন্টিজেন টেস্ট” করানো হলে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, কনস্টেবল তুহিনের করোনা পজেটিভ হওয়ায় তাকে হোম কোয়ারিনটিনে রাখার ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাকে সুচিকিৎসা করা হচ্ছে। আমরা থানার সবাই সতর্কতার সাথে কাজ করবো। তবে চলমান কার্যক্রম দেশের তথা জনগণের স্বার্থে অব্যাহত থাকবে।