বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গায় মা-মেয়ে বিষপানে আত্মহত্যা করেছে। আজ সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আত্মহননকারী মায়ের নাম শান্তি রানী মন্ডল (৩৪) এবং মেয়ের নাম তমালিকা মন্ডল (৮)। শান্তি রানী মন্ডলের স্বামীর নাম উত্তম কুমার মন্ডল।
শান্তি রানীর আরেক কন্যা সপ্তম শ্রেণির ছাত্রী তন্দ্রা মন্ডল জানান, তার বোন তমালিকা প্রতিবন্ধী হওয়ায় মা প্রায়ই আত্মহত্যার কথা বলতেন। সকালে তার পিতা মাছের ঘেরে চলে যাবার পর তার মা গরু ছাগল নিয়ে বাইরে ছিল। তমালিকা রান্না ঘরে ছিল।
এরপর তার মা ফিরে এসে রান্নাঘরে যায়। কিছুক্ষণ পর প্রতিবেশিরা গোঙানির শব্দ পেয়ে রান্নাঘরে ঢুকে দেখে তমালিকা মারা গেছে এবং তার মায়ের মুখ দিয়ে ফেনা উঠছে। স্থানীয় ডাক্তার ডেকে চিকিৎসা করানোর আগেই মারা যায় তমালিকা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশকে খবর দেয়া হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথ বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়না তদন্ত করলে রহস্য জানা যাবে।