আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে ভাটা মালিককে জরিমানা

18
ASSASUNI -আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে ভাটা মালিককে জরিমানা

আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বড়দলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ভাটা মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে বড়দল বাজারের দক্ষিণ-পূর্ব পাশে বড়দল গ্রামের আলহাজ্ব মোসলেম উদ্দিন মোল্যার পুত্র রবিউল ইসলাম ও মনিরুল হাসান লাইসেন্স ব্যতীত অবৈধ ভাবে ইট প্রস্তুত করে ভাটা পরিচালনা করায় তাদেরকে দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। এসময় সেনা বাহিনী, পুলিশ সদস্য ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।