আশাশুনিতে ভ্রাম্যমাণ খাদ্য সামগ্রী বিক্রয়ের উদ্বোধন

14

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে জনস্বার্থে ভ্রাম্যমান গাড়িতে করে দুধ, ডিম ও মাংস বিক্রয়ের উদ্বোধন করেছেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন।

রবিবার সকালে আশাশুনি উপজেলা পরিষদ চত্বর থেকে এ ভ্রাম্যমান কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন তিনি। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মহামারী করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে যখন জনজীবন স্থবির হয়ে পড়েছে।

ঠিক তখনই সাধারণ মানুষ যাতে সহজে নায্যমূল্যে মানসম্মত পুষ্টিকর এসব খাদ্যসামগ্রী পায় তার জন্য এ ভ্রাম্যমান কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত রেখে মানুষের চাহিদা অনুযায়ী নতুন নতুন আরও বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রির ব্যবস্থা করা হবে।

এসময় তিনি সকলকে মাক্স পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান। উদ্বোধনকালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান প্রমূখ উপস্থিত ছিলেন।