আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে “জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’২১ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে এ ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার।
এসময় তিনি বলেন, ৫-১৯ জুন পর্যন্ত আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের ৩৩টি ওয়ার্ডের ২৬৪টি কেন্দ্রে রুটিন অনুযায়ী ৮দিন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে ছুটির দিন ব্যতীত সবদিন এ ক্যাম্পেইন চলবে।
এসব কেন্দ্রে উপজেলার ৬-১১ মাস বয়সী ৩ হাজার ২০০ শিশুকে ও ১-৫ বছরের নিচে যাদের বয়স এমন ২৮ হাজার ২০০ শিশুকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় তিনি উল্লেখিত বয়সের সকল শিশুকে স্বাস্থ্যবিধি মেনে নিকটস্থ কেন্দ্র থেকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনকালে এসময় সাবেক এমটি ইপিআই দিলীপ কুমার ঘোষ, স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন প্রমূখ উপস্থিত ছিলেন।