আশাশুনিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

19

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস’২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে ‘মুজিববর্ষে অঙ্গিকার, সুরক্ষিত ভোক্তা অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার কারিমুল হক।

উপজেলা প্রশাাসনের আয়োজনে সহকারী মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমানের পরিচালনায় আলোচনা রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, ইউআরসি ইন্সেট্রাক্টর ইমান উদ্দীন, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবিব প্রমুখ।

আলোচনা সভায় বক্তাগন ভোক্তাধিকার কি, আইনের উদ্দেশ্য, আইন বাস্তবায়নের দায়িত্ব, ভোক্তা অধিকার বিরোধী কার্য, অপরাধ ও দন্ডসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।